নীলফামারীর ডিমলা সদর ইউপির চেয়ারম্যান পদে উপ নির্বাচন ১৬ মার্চ

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৬ মার্চ ইতিমধ্যে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তফসিল অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।। চার প্রার্থী হলেন-আওয়ামীলীগ দলীয় এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল),আমিনুর রহমান (আনারস)।
গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারী যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে চার প্রার্থী বৈধতা পেয়ে তাদের নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শ ৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২ জন ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩ শ ২২ জন। পাশাপাশি এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন ।

ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামি ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে ১৬টি ভোট কেন্দ্রে এভিএমে হবে ভোট গ্রহণ।
৬ মার্চ নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান,ইতিমধ্যে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্থ করা হবে না।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *