ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নীলফামারীতে নিখোঁজের একদিন পর গলা কাটা শিশুর লাশ উদ্ধার

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ১০:২৪ পূর্বাহ্ণ ॥ মার্চ ৬, ২০২৩

নীলফামারীতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এটি ঘটেছে ৫ মার্চ রাতে ইটাখোলা ইউনিয়নের চড়াইখোলা গ্রামে।
নিহতের বাবা এরশাদুল হক জানান, তার ছেলে শাহরিয়ার হক শিহাব নীলসাগর ক্যাডেট স্কুলে ৫ম শ্রেণীতে পড়ে। গত ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় সে হঠাৎ নিঁখোজ হয়ে যায়। আত্মীয় স্বজন ও পাশের বাসা বাড়ীতে খুজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। এরপর ছেলের সন্ধান পেতে এলাকায় করা হয় মাইকিং। অবশেষে সদর থানায় ছেলে নিঁখোজের ডায়রী করা হয়।
নিখোঁজের এক দিন পর ৫ মার্চ রাত সাড়ে ৮ টায় মো.শাহরিয়ার হক শিহাব (১২) এর গলাকাটা লাশের সন্ধান পাওয়া যায় বাড়ীর পাশের দোলায় একটি ধান ক্ষেতে। প্রথমে এলাকার এক টিভি মেকার ধান ক্ষেতে ওই শিশুর লাশ একটি গর্তে দেখতে পেয়ে খবর দেয় নিহতের পরিবারকে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে স্থানীয় টিভি মেকার হাসেন আলী তার জমিতে পানি দেয়ার সময় লাশ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারে কাজ করি আমরা। নিখোঁজের বিষয়ে শিশুর বাবা থানায় ডায়েরি করেন।
কিভাবে ওই হত্যাকান্ড ঘটলো তা বের করতে পারেনি পুলিশ। তবে থানা সুত্র জানায় লাশের ময়না তদন্ত রিপোর্ট এলে জানা যাবে কিভাবে হত্যা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক