ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় নাটোর সিটি কলেজের ৩ শিক্ষার্থী নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: || ৪:২১ অপরাহ্ণ ॥ মার্চ ৬, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত তিনজনই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. বদরুল কবীর।
(৬ই মার্চ সোমবার) সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নান নগর নামক এলাকায় সমবায় তেল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিরাজগঞ্জ থেকে নাটোর সিটি কলেজের তিন শিক্ষার্থী পালসার ১৫০সিসি মোটর সাইকেল নিয়ে নাটোর যাওয়ার সময় মানানগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী নাইটকোচ ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।
নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন(২২) রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন হোসেন(২১) অপরজনের নাম সিয়াম আহমেদ ।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটর সাইকেলে করে ৩ জন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকি যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক