জামালপুরের ইসলামপুর পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে জয়নাল আবেদীন গংদের বাঁধাদান, শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নেতা আব্দুল খালেক বিএসসি, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক বিএসসি, সায়েদুল করিম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলীসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারাপচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সম্পতি জবরদখলকারী সাবেক সভাপতি জয়নাল আবেদীন ক্ষিপ্ত হয়ে গত ১মার্চ বিদ্যালয়ে প্রবেশ করে বেল বাজিয়ে বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনা তীব্র নিন্দা ও শাস্তি দাবী জানান।
মানববন্ধনে ইসলামপুর উপজেলার সকলস্তরের শিক্ষক ও কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।