ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোন বিকল্প নেই- এমপি ইউসুফ হারুন

মোঃ আরিফুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ || ২:৪২ অপরাহ্ণ ॥ মার্চ ৫, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোন বিকল্প নাই। বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানকে প্রাধান্য দিলেই একটি জাতি সমৃদ্ধি লাভ করতে পারবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
রবিবার সকাল ১১টায় উপজেলার ত্রিশ এলাকার মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে শিক্ষার আগ্রহ ও প্রতিটি স্কুলে ক্ষুদে বিজ্ঞানী তৈরীর লক্ষে স্থানিয় সংসদ সদস্য’র ব্যাক্তিগত উদ্যোগে বিজ্ঞান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানিয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, সাবেক মুরাদনগর উপেজলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহেম্মদ, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সুপার মাওঃ তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কামালা ডি এস উচ্চ বিদ্যালয়র সহকারি শিক্ষক আব্দুর রউফ জুয়েল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরুন আর রশিদ, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক