ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

বড়াইগ্রামে প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুুষ্টিত

নাটোর প্রতিনিধি: || ৭:৫৮ অপরাহ্ণ ॥ মার্চ ৫, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য-সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোসা. মাহফুজা খানম।

এতে মূখ্য আলোচক হিসেবে উপ-পরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ডা. জাহাঙ্গীর আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও মোছা. মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহারুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. হোসনেআরা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিত করণে গুরুত্ব আরোপ করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদার করতে প্রয়োজনীয় উদ্যোগ সমূহ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেবাদানকারী কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারী অংশ নেয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: