জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়ায় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ গাজী মো. আমানুজ্জামান ও রোটারি কমিউনিটি কোর অব বকশীগঞ্জ এর উদ্যোগে শনিবার (৪ মার্চ) দিনব্যাপি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি “গোপালপুর হতে গাজীরপাড়া ভায়া আলীপাড়া” সড়কটি বীরমুক্তিযোদ্ধা মরহুম গাজী মো. আখতারুজ্জামান এর নামে এবং “আলীরপাড়া হতে ধাতুয়া কান্দা” সড়কটি বীরমুক্তিযোদ্ধা গাজী মো. আফতাফুজ্জামান এর নামে প্রস্তাবিত রাস্তাদ্বয়ের নামকরণ অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে মৌখিক নির্দেশনা প্রদান করেন।
অত্র কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে এসময় কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (এ.সি) গাজী মো. আলতাফুজ্জামান , বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গাজী মো. রফিকুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, গাজী পরিবারের সদস্য গাজী মো. আজাদুজ্জামান ,কলেজের গভর্নিং বডির সভাপতি গাজী মো. মাইদুল হক , উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপি ওই ক্যাম্পে মেডিসিন ও অর্থোপেডিক্স বিভাগে-ডা. কুদরত এ খোদা স্বপন, ডা. মাজহারুল ইসলাম, ডা. গাজী মো. রফিকুল হক, ডা. মোহাম্মদ আজিজুল হক, গাইনি বিভাগে- ডা. মরিয়ম মাহবুব, ডা. মারিয়া বিনতে বিথী, ডা. আফরিন সুলতানা, মেডিসিন বিভাগে-ডা. রাজিব হোসাইন ভূঁইয়া , ডা. মো. রাজন খান , ডা. পলাশ হালদার, ডা. নয়ন ধর, মেডিসিন, চর্ম ও যৌন বিভাগে- ডা. শাহিনুর হাসান, ডা. মো. আসাদুজ্জামান, ডা. মো. ফারহান, ডা. বিশ্বজি কুন্ডু, শিশু বিভাগে- ডা. মাহমুদ রাশেদ, নাক,কান ও গলা বিভাগে ডা. মো. মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। এতে করে সকল চিকিৎসকের তত্ত¡াবধানে ১৫শ রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।