জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সওদাগর পাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে।
শনিবার রাতে সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ সওদাগর পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বাড়ির উঠান থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় রফিকুল ইসলামের নামে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে রোববার (৫ মার্চ) কোর্টে প্রেরণ করা হয়েছে।