পঞ্চগড়ে গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা প্রশাসন বন্ধ করার পর গত শনিবার দিনভর পরিস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক। তবে রাত ৯টার দিকে একটি গুজবকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা শুরু হয়। রাতে গুজব ছড়িয়ে দেয়া হয় যে কাদিয়ানীরা দুই মুসলমানকে জবাই করে হত্যা করেছে।
গুজব ছড়িয়ে পড়লে মুহুর্তেই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দেশীয় লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে পড়ে। বন্ধ হয়ে যায় জেলা শহরের দোকানপাট। এ সময় একদল দুর্বৃত্ত পঞ্চগড় শহরের কদমতলায় ওয়াকার শোরুমসহ আহমদিয়াদের কয়েকটি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে। ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জেলা শহরের প্রেসক্লাব সড়কে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ, বিজিবি ও র‌্যাবের এ্যাকশনে পিছু হটে বিক্ষোভকারীরা। হত্যা, বাড়িঘর ভাঙচুর করে লুটপাট, অগ্নিসংযোগ, ট্রাফিক পুলিশ অফিস ভাঙচুর করে আগুন দেয়াসহ বিভিন্ন অভিযোগ পঞ্চগড় সদর থানায় ৩টি মামলা হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের যুবক ইঞ্জিনিয়া জাহিদ হাসানকে হত্যার ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। এছাড়া গুজব রটনাকারীর প্রধান যুবদল নেতা ফজলে রাব্বী (৩০) এবং তেঁতুলিয়া থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ১৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে পঞ্চগড়ে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
জেলা ছাত্রলীগের শান্তি সমাবেশ
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন নিহত হওয়ায় পঞ্চগড়ে শান্তি সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল রোববার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ওই শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি তার বক্তব্যে বলেন, পঞ্চগড়ে হামলা ও সহিংসতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় আমরাও মাঠে রয়েছি। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে তৌহিদী জনতার নামিয়ে পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে গুজব ছড়িয়ে এই সহিংসতা করেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করেছিল এটি তাদের তথাকথিক ধর্মের আড়ালে তাদেরই তৎপরতার একটি অংশ। তিনি আরও বলেন, জানমাল রক্ষার জন্য আমরা সাধারণ মানুষের পাশে অতিতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি পঞ্চগড়ের সাধারণ মানুষকে এই সমস্ত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি। জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন ও মনিরা পারভীন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সদর উপজেলা আওয়ামীলীদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারী প্রমূখ।

তিন মামলায় আসামী প্রায় সাত হাজার, আটক ২৩
আহমদিয়াদের সালানা জলসাকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ আহমদিয়াদের একটি এবং পুলিশের দুইটি মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানায় এসব মামলা করা হয়েছে। তিনটি মামলায় নাম পরিচয়সহ এবং অজ্ঞান মিলে আসামীর সংখ্যা ছয় হাজার পাঁচশ থেকে ছয় হাজার বলে পুলিশ জানিয়েছে। আহমদিয়াদের মামলার বাদী হয়েছেন ওসমান গনী নামের এক ব্যক্তি। তাদের দায়ের করা মামলায় ইঞ্জিনিয়ার জাহিদ হাসানকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে। তারা হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ আটককৃতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। এদিকে গুজব রটনাকারীর প্রধান যুবদল নেতা ফজলে রাব্বীসহ তেঁতুলিয়া থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১৯ জনকে আটক করা হয়েছে। দায়ের করা মামলায় তাদের আটক দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সাথে বিজিবি ও র‌্যাব মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। এখন পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জাহিদ হাসান হত্যার সাথে সরাসরি জড়িত ২জন, গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌর যুবদল নেতা ফজলে রাব্বিসহ এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে তিনি বলেন, অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করেছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *