নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন এর পাইকেরদৌল পূর্ব দক্ষিনপাড়া এলাকায় ৭ টি বাড়ির ১০ টি ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই, বৃদ্ধার মৃত্যু সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সময় ঘরের ভিতরে আটকা পড়ে দুধজাহান (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুধজাহান পাইকোরদল গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলীর বাড়িতে আগুন সূত্রপাত হয়। এ সময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইয়ার আলী, সিরাজুল, রবিউল, নজরুল ৭ টি বাড়ির ১০ টি ঘর ভষ্মীভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে নাটোর-২( সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার, উপজেলা পিআইও ওমর খৈয়ম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ খবর পেয়ে তাৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাত এবং সাংসদ শিমুলের নিজস্ব তহবিল হতে আর্থিক অনুদান ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবারসহ কম্বল প্রদান করা হয়।