বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে মোঃ সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি, শামীম আতীক মহীদকে সহ-সভাপতি ও এমএইচ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান।
পরে শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজা, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সহ-সভাপতি সাজ্জাদুল হক লিকু সিকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, আওয়ামী লীগ নড়াইল সদর পৌর শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম, পলাশ প্রমুখ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করার আহবান জানান।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি, শামীম আতীক মহীদকে সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান এমএইচ সোহেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান।
সম্মেলনে মৎস্যজীবি লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। #