শ্রীমঙ্গলে চা উৎপাদন শুরু
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:০২ অপরাহ্ণ ॥ মার্চ ৪, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে চলতি মৌসুমের চা উৎপাদন শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগানে টিপিং (পাতা চয়ন) শুরু হওয়াার পর উৎপাদন শুরু হয় । আগামী এক সপ্তাহের মধ্যে চা শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন চা শিল্প সংশ্লিষ্টরা।
চা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মৌসুমের শুরুতে আগাম বৃষ্টিপাত হওয়ায় চা গাছে নতুন কুঁড়ি চলে এসেছে। বেশকিছু বাগানে গত ১ মার্চ থেকে টিপিং ও ৩ মার্চ থেকে উৎপাদন শুরু হয়েছে। সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায় । তখন চা গাছে প্রæনিং করা হয় । এ সময় নিয়মানুযায়ী দুই থেকে তিন মাস ফ্যাক্টরি বন্ধ থাকে। বৃষ্টি হলে আবার চা শিল্পে ফিরে আসে প্রাণচাঞ্চল্য । বৃষ্টির পর নতুন কুঁড়ি আসতে শুরু করে। তখন শুরু হয় পাতা চয়ন । সচল হয় ফ্যাক্টরিগুলো ।
শ্রীমঙ্গলের জেরিন টি এস্টেট সূত্র জানায়, ১ মার্চ তাদের চা-বাগানে টিপিং শুরু হয়। ৩ মার্চ ফ্যাক্টরিতে শুরু হয় চা উৎপাদন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চা উৎপাদন।