ফুলবাড়িতে ৯৮ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মাদক ৯৮বোতল ইস্কাফ সহ-এক মাদক কারবারি কে আটক করে পুলিশ।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম ০৪(মার্চ) শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতলা গ্রামের মোঃ ফিরোজ মিয়ার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় মাদক ৯৮বোতল ইস্কাফ সহ-মাদক কারবারি মোঃ ফিরোজ মিয়াকে হাতেনাতে আটক করে।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *