নীলফামারীতে বিয়ে বাড়ীতে মাংস খাওয়া নিয়ে দ্বন্দ্বে বরের বাবার মৃত্যু

নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়ীতে ভাতের পাতে মাংস পরিমাণে কম দেয়ায় বর ও কনে পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায় উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় এলোপাতারি কিল ঘুষির আঘাতে গুরুতর আহত হন বরের বাবা। এ পর্যায় বরের বাবা নুর মোহাম্মদ মারা যান।
এটি ঘটেছে শুক্রবার রাতে জলঢাকা উপজেলার আমরুলবাড়ী গ্রামে। জানা যায়, ওই এলাকার বগুলাগাড়ীর আনোয়ারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সাথে রংপুরের হাজীরহাট বাওয়াই পাড়ার নুর মোহাম্মদের ছেলে জনাব আলীর বিয়ে হয়। গত শুক্রবার ছিল কনে বিদায় অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে কনের বাড়ীতে বর পক্ষ থেকে আসার কথা ছিল ১’শ জন বর যাত্রী। সে কথা অনুযায়ী আয়োজন করেছিল কনে পক্ষ। কিন্তু বরের পক্ষ থেকে বরযাত্রী আসেন ১৫০ জন। এতে করে কনে পক্ষের আপ্যায়নের সময় মাংসের ঘাটতি পড়ে। ভাত খাওয়ার সময় ওই মাংস ঘাটতি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বরের বাবা আহত হয়ে মারা যান।
জলঢাকা থানার ওসি ফিরোজ কবির জানান, এ ঘটনায় কনের বাবাসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে থানায় কেউ মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *