ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নাটোরের সিংড়ায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি. || ৪:১৩ অপরাহ্ণ ॥ মার্চ ৪, ২০২৩

নাটোরের সিংড়ায় গরুবাহী নছিমনের ধাক্কায় মোটর সাইকেল চালক সিজার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিজার হোসেন একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, সিজার হোসেন তার মোটরসাইকেল নিয়ে বামিহাল থেকে মৌগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথে বাজারের কাছাকাছি এলাকায় গরুবাহী নছিমন গাড়ীটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক সিজার হোসেন। পরে স্থানীয়রা সিজারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে দূর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: