ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সূবর্ণজয়ন্তী উৎসব শুরু

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি || ১১:০৭ অপরাহ্ণ ॥ মার্চ ৩, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে বিদ্যালয় চত্বরে শুক্রবার(৩মার্চ) সকালে উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।

বিকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির সভাপতি শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ও আশিকুর রহমান তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,সাবেক এমপি এ্যাডঃ মোল্যা মকবুল হোসেন, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএমহায়াতুজ্জামান, বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বিপ্লব, প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ। শনিবার বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক