রুপালী ব্যাংক লিমিটেড শাখা ব্যবস্থাপকদের নিয়ে রংপুর বিভাগীয় সভা অনুুষ্টিত

নীলফামারীর সৈয়দপুরে রুপালী ব্যাংক লিমিটেড এর শাখা ব্যবস্থাপকদের নিয়ে রংপুর বিভাগীয় কার্যালয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ মার্চ শহরের ইকু ভেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রুপালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

১৫০ দিনের বিশেষ কর্মসূচি মুল্যায়ণ বিষয়ক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় প্রধান ( চলতি দায়িত্ব) বিভাগীয় কার্যালয় রংপুর এর মোঃ নোমান মিয়া।
সভায় আরো বক্তব্য বলেন,রুপালী ব্যাংকের জোনাল অফিস ঢাকার উপব্যবস্থাপক আবু নাসের মোঃ মাসুদ। উপ মহাব্যবস্থাপক রংপুর অফিস মোঃ মাহমুদুল ইসলাম। দিনাজপুর জোনের উপমহাব্যবস্থাপক এম এম জি মোঃ তোফায়েল।রংপুর জোনের উপমহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। লালমনিরহাট জোনের উপ মহাব্যবস্থাপক মোঃ আবু হাসানসহ অনেকে।
ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,গ্রাহকরা আমার সম্বল। তাদের আমানত যেন কোনভাবে ক্ষতি না হয় এ বিষয়টি খেয়াল রাখতে হবে। গ্রাহকদের সাথে ভাল ব্যবহার করতে হবে। ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকলকে কাজ করতে হবে। মামলা সংক্রান্ত বিষয়গুলি দ্রুত নিস্পত্তি করতে হবে।
তিনি এ সময় সকল শাখা ব্যবস্থাপকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলেন। শাখা ব্যবস্থাপকগন তাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়ে ব্যাখ্যা করেন। ব্যাংকের লাভজনক বিষয় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি রংপুর বিভাগের বিভিন্ন শাখার ফরেন রেমিট্যান্স গ্রহণকারী ১২ জনকে পুরুস্কৃত করেন। তাদের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পুরুস্কার পান সৈয়দপুর শাখার গ্রাহক ইকবাল হোসেন।
ওই সভায় রুপালী ব্যাংক লিমিটেড রংপুর বিভাগের ৪৬ টি শাখার ব্যবস্থাপক,সককারী মহাব্যবস্থাপক, কর্মকর্তা, ফরেন রেমিট্যান্স গ্রহণকারীসহ ব্যাংকের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রুপালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। সভা পরিচালনা করেন সিনিয়র অফিসার মোঃ সাজু মিয়া।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *