ভালুকায় আওয়ামী লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ৬:৪৯ অপরাহ্ণ ॥ মার্চ ৩, ২০২৩
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে ভালুকা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর আগমনে ময়মনসিংহ জনসমুদ্রে পরিণত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা যেন নির্বিঘ্নে জনসভায় যোগ দিতে পারেন সেজন্য পরিবহনের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার (৩মার্চ) বিকেলে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম’র সঞ্চালনায় এতে
সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট আশরাফুল হক জর্জ, ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, পৌর মেয়র ডাক্তার মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা , যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ,তাতীলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সকল ভেদাভেদ ভূলে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেন, আগামী ১১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমনকে স্বরণীয়, সফল ও স্বার্থক করতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।