নাটোরের সিংড়ায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ।