ময়মনসিংহের ভালুকায় ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১মপর্যায়) (২য় সংশোধনী)
শীর্ষক প্রকল্পের আওতায় বিলাইজুড়ি খালের ৪.৯২ কিঃ মিঃ ৮২ লাখ টাকা ব্যয়ে পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হবিরবাড়ী এলাকায় ওই খালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নিজাম উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা আ’লীগের সহসভাপতি খাইরুল আলম মল্লিক, যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নঈম, ভালুকা উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ অনিক তালুকদার,পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস, হবিরবাড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত যুবলীগ সভাপতি সোহেল আহমেদ, সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপূন,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মোঃ আলমগীর কবির , কৃষকলীগ সভাপতি মোঃ বাবুল হক , সাধারন সম্পাদক মোঃ নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন আহমেদ।