পঞ্চগড়ে সোনারতরী নার্সিং কলেজের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আওতায় হেপাটাইটিস-বি টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকায় সোনারতরী নার্সিং কলেজ ক্যাম্পাসে ওই টিকাদান কর্মসূচি পালন করে বেসরকারী সংগঠন ভাওয়াল এসোসিয়েশন ডেভেলটমেন্ট অর্গানাইজেন।
সকালে টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন, সোনারতরী নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাফিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ইপিআই সুপারভাইজার আবুল কালাম আজাদ, ভাওয়াল অর্গানাইজেশনের পরিদর্শক সুলতান মাহমুদ তুফান প্রমূখ। টিকাদান কর্মসূচিতে নার্সিং কলেজের ৫০ জন শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি টিকা প্রদান করা হয়।