ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ ইমো হ্যাকিং চক্রের ৫সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন সেট, ৯টি সিমকার্ড, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের হৃদয় আলী, নাটোরের আব্দুলপুরের রিদুয়ান আহম্মেদ পূর্ন, মোমিনপুরের হাসিবুল হাসান শান্ত,শামীম হোসেন এবং মোহরকয়ার শুভ আলী।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গত ১৩ ফেব্রুয়ারি জাকির হোসেন নামে এক সৌদি প্রবাসীর ইমো আইডি হ্যাক করে তার স্ত্রী কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেন ইমো হ্যাকিং চক্রের সদস্যরা। পরে জাকিরতার স্বজনদের মাধ্যমে বিষয়টি লিখিত ভাবে র‌্যাবকে জানান। এরই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com