নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারী গ্রন্থাগারিক মোঃ তাজুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, বিএডিসির সহকারী পরিচালক মিসকাত আলী বিশ^াস, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ৷
সভায় বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকারি বে-সরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *