নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার (২মার্চ) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান শিক্ষক জাকির হোসেন হিরোক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দেশের শিক্ষক সমাজের অহংকার, সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা মোঃ আশরাফ আলী জাফরী (এমএ-ডাবল),শিক্ষক পিযুশ কান্তি, ফিরোজ কবীর,আব্দুল হাফিজ প্রমুখ।