সৈয়দপুরে ইটভাটায় অভিযানে জরিমানা আদায়

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ৫টি ইটভাটায় অভিযান হয়েছে। ওই অভিযানে নিয়ম বহির্ভুত ৫ ভাটা মালিকের ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার এম জেড এইচ ব্রিকসের মালিককে ৫ লাখ, এমএ বি ব্রিকসের মালিককে ৪ লাখ ৫০ হাজার, এএনবি-২ ব্রিকসের মালিককে ৮০ হাজার, মেসার্স বিপিএল-২ ব্রিকসের মালিককে ৬০ হাজার, এএমবি ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোর কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়ির ক্যামিস্ট হাসান-ই মোবারক, পরিবেশ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর দায়ে মোট পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *