আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভালুকা উপজেলা প্রশাসন।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (অতি. দা) ও সহকারী কমিশনার (ভুমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশীদ প্রমুখ। এসময় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর এজিএম কায়সার আহমেদের সঞ্চালনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ইনচার্জ রাশিদা খাতুন, যমুনা লাইফ ইন্স্যুরেন্স এর সাইফুল ইসলাম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর লিটন মিয়া, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর শরিফুল ইসলাম, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স এর সাইফুল ইসলাম, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এর রনি মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর রতন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স এর রাজু সরকার, আকিজ তাকাফুল এর মো: হানিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।