চাটখিলে জাতীয় বীমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” এই পতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী চাটখিলে বুধবার জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পৌর শহরে বর্ণাট্য র‌্যালী ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোরশেদ আলমের সঞ্চালনায় ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ইনচার্জ শাহাজাহান এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া। তিনি জাতীয় বীমা দিবসে পরার্মশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন একজনের ভুলের জন্য পুরো বীমা শিল্পের ক্ষতি সৃষ্টি হতে পারে। একজন বীমা গ্রহকের হয়রানি বীমা শিল্পের মারাত্নক ক্ষতির কারণ।

তিনি আরো বলেন প্রয়োজনে আগে থেকেই সকল কাগজপত্রাদি নিয়ে নিবেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা নিলেই এর প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়বে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জীবন বীমা করপরেশন এর ইনচার্জ অহিদ উল্যা স্বপন, প্রগতি লাইফ ইন্সুরেন্স এর ইনর্চাজ কাজী মহসিন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ইনর্চাজ মহিন উদ্দিন, মারকেন্টাইল ইন্সুরেন্স এর ইনর্চাজ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে প্রগতি লাইফ ইন্সুরেন্স ও জীবন বীমা এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *