“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও ‘জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউনহল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ সহ বিভিন্ন সরকারি, বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।