পঞ্চগড়ে বিনামূল্যে ছাগলের ভ্যাকসিন ক্যাম্প
পঞ্চগড় প্রতিনিধি || ৮:৫৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পঞ্চগড়ে বিনামূল্যে ছাগলের ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রামে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফেডারেশনের অর্থায়নে হতদরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করে হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। ভ্যাকসিন ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। এসময় ফেডারেশন সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভ্যাকসিন ক্যাম্পে শতাধিক ছাগলকে পিপিআর টিকা দেয়া হয়।