ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নুসরাত

নাজমুন নাহার নুসরাত শ্রীমঙ্গলের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে এই স্কুল থেকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার করে। তার বাবা নাজমুল হোসেন পর্যটন পুলিশের সহকারি উপ-পুলিশ পরিদর্শক ও মা কাকলী আক্তার গৃহীনি। নুসরাত ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত: ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় ১৯৫ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ৮৬ জন ট্যালেন্টপুলে ও ১০৯ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩৪ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে ও ৮ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *