সৈয়দপুর মিডিয়া কর্ণারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে মিডিয়া কর্ণারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজন করা হয় এক সভা। ওই সভায় সভাপতিত্ব করেন কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার। প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে ছিল মাদক,বাল্যবিয়ে,ইভটিজিং এবং জঙ্গীবাদ দমন বিষয়ক আলোচ্য সুচি।
সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নীলফামারী সাকির হোসেন বাদল, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন,সাবেক সদস্য শামীম চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি এম এ করিম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জাকির তালুকদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান লেলিন,মানববার্তার সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ অনেকে। সভা পরিচালনা করেন সাংবাদিক আমিরুল হক আরমান ও ওয়ালিউর রহমান রতন।
সভায় সাংবাদিকতা,সমাজসেবা এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় অতিথিদের সন্নামনা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় পুরুস্কৃত করা হয় দুইজন শিক্ষার্থীকে।
সভায় প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ জন ছাত্রীকে আপ্যায়ন বাবদ ৫ হাজার টাকা নগদ প্রদান করেন।
মিডিয়া কর্ণারের স্বত্বাধিকারী সাংবাদিক জয়নাল আবেদীন হিরো বলেন,আমি ১২ বছর থেকে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। প্রতি বছর এ ধরনের মতবিনিময় সভার মধ্যদিয়ে সমাজের অসহায় মানুষদের সাধ্যমত সহযেগিতা করে থাকি। সমাজে অন্যায় অনিয়ম বন্ধে সকলকে সচেতন করে তোলার চেষ্টা করে থাকি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *