‘পরিসংখ্যান ব্যবস্হার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, পরিসংখ্যান অফিসার অমলেন্দু সূত্রধর, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্হ্য প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমু্খ।