নড়াইলে প্রাণী সম্পদ প্রদর্শণী’র উদ্বোধন হয়েছে
রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি: || ৯:৪৭ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নড়াইলে প্রাণী সম্পদ প্রদর্শণী’র উদ্বোধন হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে সোমবার (২৭ ফেব্রæয়ারি) দুপুর ১টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার। আরোও বক্তব্য দেন খামারী এ্যাডভোকেট হিমায়েত উল্লাহ হিরু,সমাজসেবক মেশকাতুল ওয়ায়েজীন লিটু, দেবাশীষ কুন্ডু মিটুল,আব্দুল হক প্রমুখ।