ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

বগুড়ার কাহালুতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ১:০৭ পূর্বাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৬, ২০২৩

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগীতায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কাহালু উপজেলা কর্তৃক “প্রাণিসম্পদ” প্রদশনী/২৩ গত শনিবার সকালে কাহালু উপজেলা কোয়াটার মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু,রওশন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন প্রমুখ। সমন্বয়কের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী।প্রদর্শনীতে ৩৫ টি স্টলে বিভিন্ন জাতের গরু,মহিষ,ছাগল,দুম্বাসহ পশু-পাখি স্থান পায়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ স্টলগুলো পরিদর্শন করেন।

বিকেলে সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনূস আলী টনি,উপজেলা পোল্ট্রিফার্ম এসোয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী,ক্ষুদ্র গাভী পালন উদ্যক্তা অর্পনা রানী প্রমুখ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: