১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের নেতৃত্বে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার হ্যালিপ্যাড এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়।
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক ধরে পদযাত্রাটি জেলা বিএনপি কার্যালয়ে আসার কথা থাকলেও তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রাটি থামিয়ে দেয় পুলিশ। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা। জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমূখ। পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।