ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

পঞ্চগড় প্রতিনিধি || ৫:৩০ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৬, ২০২৩

বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরডিআরএস বাংলাদেশ’র সহযোগিতায় ওই ওরিয়েন্টেশন সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান। ওরিয়েন্টেশনে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা এবং বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন আরডিআরএস বাংলাদেশ’র বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝরণা বেগম। বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম প্রমূখ। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা, শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক মিডিয়া পার্সোনেলদের ওই ওরিয়েন্টেশনে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com