ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

দৌলতপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মানজারুল ইসলাম খোকন দৌলতপুরঃ || ৯:২৫ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৬, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে “কৃষিই সমৃদ্ধি’ স্লোগানের মধ্যদিয়ে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
রবিবার (২৬ফেব্রæয়ারি) বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়াার জাহান বাদশাহ্। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খাঁন প্রমুখ। বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী চাষাবাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অল্প জমিতে অধিক ফসল কিভাবে ফলানো যায় সে বিষয়ে কৃষি বিভাগ বিশেষ ভুমিকা রাখছে। পরে কৃষি মেলায় উপস্থিত ১৩টি স্টল পরিদর্শন করেন তিনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক