স্মার্ট জাতী গঠনে,স্মার্ট শিক্ষা ও শিক্ষার্থী গঠনে বিকল্প নাই। তাই বর্তমান সরকার দেশের রাস্তা-ঘাটের উন্নয়নের পাশা পাশি বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নে বদ্ধ পরিকর।
গত রোববার দুপুরে কাহালু উপজেলার পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বলেন।
কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদেরুজ্জামান খান বদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জসদের সহ সভাপতি আঙ্গুর হোসেন,কাহালু উপজেলা সভাপতি আশরাফ আলী খান আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,কাহালু প্রেসক্লাব সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান,বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, বিশিষ্ঠ সমাজ সেবক ডাঃ আফরোজ আলী খান আপেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি ফিতাকেটে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
এছাড়া আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতা বিদ্যালয় মাঠে, বিদ্যালয় ও কলেজ ম্যনেজিং কমিটির সভাপতি বদেরুজ্জান খান বদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান বাদল,বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল,সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম পলাশ প্রমুখ।