ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম বৃষ্টিপাত: চা শিল্পের জন্য সুখবর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ২:৩৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৫, ২০২৩

শ্রীমঙ্গলে শুক্রবার দিবাগত রাত একটা থেকে বৃষ্টিপাত হয়েছে। এটি দেশের বৃষ্টিপ্রবন এলাকা শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম বৃষ্টি।

স্হানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মো. মুজিবুর রহমান জানান, শুক্রবার রাতে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১.২ মিলিমিটার। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫ নটিক্যাল মাইল অর্থাৎ ৯.২৬৬৬ কিলোমিটার। শনিবার সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলে অবস্হিত চা বোর্ড সুত্র জানায়, বৃষ্টির পরিমান কম হলেও এ বৃষ্টি চায়ের জন্য সুখবর বয়ে এনেছে। এ বৃষ্টি প্রুনিং করা চা গাছে নতুন কুঁড়ি বের হতে সহায়তা করবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক