আমেরিকায় বসবাসরত পঞ্চগড় জেলার প্রবাসীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মো. দবিরুল ইসলামের সম্মানে পঞ্চগড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার রাতে পঞ্চগড় চেম্বার কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকা প্রবাসী পঞ্চগড় জেলাবাসী স্বজনরা। পঞ্চগড় চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক রেজাউল করিম রেজা ও চেম্বারের সহ সভাপতি মেহেদী হাসান বাবলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক সভাপতি শরীফ হোসেন। আলোচনা সভার শুরুতে দবিরুল ইসলাম ও তার সহধর্মিণীকে ফুলের শুভেচ্ছা জানান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান ও অবসরপ্রাপ্ত সহকারী জেলা শিক্ষা অফিসার নুরল হক। আলোচনা সভায় পঞ্চগড় কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি দবিরুল ইসলাম বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালুসহ পঞ্চগড় জেলার বিভিন্ন সমস্যা দুরীকরণে কাজ করতে আগ্রহী। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমেরিকা প্রবাসীদের পরিবারের স্বজনরা ছাড়াও চেম্বার সদস্য, গণমাধ্যমকর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।