ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী

খোকন দৌলতপুরঃ || ৭:৩২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৫, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবার স্থানীয় ৩৩জন খামারীর মধ্যে ১ম পুরস্কার সৌখিন কবুতর খামার এবং ২য় পুরস্কার প্রকৃতি পাখি হাউজ পেয়েছেন।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডাঃ নাজনীন নাহান, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ফজলুল হক বুলবুল, টিপু নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৩ জন খামারী তাদের পশু, পাখি, কবুতর, হাঁস, মুরগী প্রদর্শন করেন। শেষে সেরা খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক