ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে প্রীতি ফুটবল খেলা অনুুষ্টিত

ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ৯:৫৬ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৪, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার এর আয়োজন করেন ফিনিক্স ক্লাব। সহযোগিতা করেন সৈয়দপুর কমিউনিটি হাসপাতাল। পৃষ্ঠপোষকতায় ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা.কামরুল হাসান সোহেল।
ওই খেলায় সৈয়দপুরের ফিনিক্স ক্লাব বনাম রংপুরের কাউনিয়ার পুমাক দল অংশ নেন। খেলায় ফিনিক্স ক্লাব ৩-০ গোলে রংপুরের কাউনিয়ার পুমাক দলকে হারিয়ে বিজয়ী হয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক নীলফামারীর আরিফ হোসেন মুন সৈয়দপুর ফিনিক্স ক্লাবের হয়ে খেলায় অংশ নেন।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান সোহেল ওই দলের হয়ে খেলায় অংশ নেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মকবুল হোসেন। সহযোগিতায় ছিলেন বাবু ও মোস্তাক। এর আগে প্রীতি ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মো মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম,পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন। এ খেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপভোগ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com