প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত গোপালগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সফরকে ঘিরে জেলা-উপজেলায় প্রাণ চাঞ্চল্য এসেছে। পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় সড়কপথে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে যোগ দেবেন।

জনবান্ধব ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। এর মধ্যে আছে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস, কৃষক সেবা কেন্দ্র আর বেশ কয়েকটি সেতু।

আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতির নানা দিক নির্দেশনা থাকবে। স্থানীয় নেতারা আশা করছেন, কোটালিপাড়ার জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *