ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি || ৮:২১ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৪, ২০২৩

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি সেখানেই শেষ করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সহকারি কমিশনার আমিনুল হক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ লিটন, শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক সফিকুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানের পর জন্মদিনের কেক কাটা হয়। পরে পঞ্চগড় শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এ সময় শিল্পকলা একাডেমির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক