নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেই সাথে আয়োজন করা হয় বনভোজন।
শুক্রবার নীলফামারী নীল্যান্ড থীম পার্কে এই বনভোজন ও জন্মদিনের আয়োজন ছিল। সংগঠনের জেলা সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন এডিসি মফিজুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আমিরুল ইসলাম, জেলা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, বাংলা ভিশন জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী। প্রধান বক্তা জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন।
বনভোজনে রিপোর্টার্স ইউনিটির পরিবারবর্গসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।