ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি কমিটি গঠিত

ওসমান হারুনী,জামালপুর: || ১১:৫১ পূর্বাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২৩, ২০২৩

টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে জামালপুরে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই উপলক্ষে শহরের পৌর সুপার মার্কেটে মিডিয়া ক্যাম্পাস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুল, সময় টিভির জাহাঙ্গীর আলম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মাইটিভির শামীম আলম, এনটিভির আসমাউল আসিফ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও সাংবাদিকতার গুনগত মান সমুন্নত রেখে পেশাগত উৎকর্ষ সাধনে নিবিড়ভাবে কাজ করবে এই সংগঠন। পরে সভায় উপস্থিত সকলেই সর্বসম্মতভাবে এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকামকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী ও দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ বিজয় টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক এনটিভির আসমাউল আসিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওছার, তথ্য ও প্রকাশনা সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাইমুম সাব্বির শোভন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বিটিভি’র জেলা সংবাদ প্রতিনিধি মোস্তফা বাবুল, সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বাংলা টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন।
সংগঠনের সম্মানিত সদস্যরা হলেন- মাইটিভির জেলা প্রতিনিধি শামীম আলম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শাহীন আল আমিন, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মোস্তাহেনা আশা, মাইটিভির সরিষাবাড়ী প্রতিনিধি এএসএম জুলফিকুর রহমান, বাংলা টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, এশিয়ান টিভির সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান, আনন্দ টিভির জামালপুর উত্তরাঞ্চল প্রতিনিধি ইয়ামিন মিয়া।
আলোচনা সভা সঞ্চালনা করেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com