ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে অমর একুশে বইমেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১২:৪৩ পূর্বাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২২, ২০২৩

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা এবং ভাষা উৎসব ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গনে বইমেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন এবং বইমেলার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

প্রসঙ্গত: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় ঢাকার প্রথমা প্রকাশন, আদিগন্ত প্রকাশন, শৈলী প্রকাশনা , অন্বেশা প্রকাশন, বাবুই প্রকাশন, তিউড়ি, চট্রগ্রামের শালিক প্রকাশন, মুদ্রণবিদ, বাঙালি, দেশ পাবলিকেশন, চা জন গোষ্ঠী ভাষা ও সংস্কৃতি, মান্দি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, মনিপুরী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ত্রিপুরী ও সংস্কৃতি,খাসি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির স্টলসহ প্রায় ২০ টি স্টল বইমেলায় অংশ নেয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক