জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে জামালপুরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২২ফেব্রæয়ারি) দুপুরে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জামালপুর শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে ৭দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠি হয়।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটেরম সভাপতি মাও:মো: শেখ ফরিদ,সাধারণ সম্পাদক ছোবহান আলী,সাংগঠনিক সম্পাদক মাও: জাওয়াহের আলী ও ইসলামপুর বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি জিল্লুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, প্রাইমারী শিক্ষার্থীদের ন্যায় উপ-বৃত্তি, কোড বিহীন মাদ্রাসাগুলো কোড প্রদান, ট্রেনিং এর ব্যবস্থা, ৪র্থ শ্রেণির কর্মচারী পদ সৃষ্টি, স্থায়ী রেজিষ্ট্রেশন ব্যবস্থা ও প্রাইমারীর ন্যায় ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজ পথে দোয়া ও মোনাজাত করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দ জামালপুরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *