“নিজে বই পড়ুন,প্রিয় জনদের বই উপহার দিন, বই মানুষকে সুন্দর ও ঞ্জানী হতে সহায়তা করে” মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২৩ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারী কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুল বাজারে কথা সাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারের উদ্যোগে দিন ব্যাপী ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান “বই প্রদর্শনী” অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অত্র পাঠাগারের নিজস্ব ভাবে সংগ্রহীত বিভিন্ন লেখকের বিভিন্ন প্রকার প্রায় ২শতাধিক বই টেবিলে পাঠকদের জন্য সাজিয়ে রাখা হয়।
এসময় বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আমির খসরু সেলিম, শিক্ষক ও বাচিক শিল্পী শাহানুর শাহীন, কবি আমিনুল ইসলাম রঞ্জু, কবি মাসুদ রানা, কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও সাতমাথা পত্রিকার সাংবাদিক এম এ কাদের,সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান,সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খালেকুজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সভাপতি তাকবির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক ইশতিয়াক হোসেন স্বপন,সমন্বয়ক সজিব ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অতিথিবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিগণ বই প্রদর্শনী ভূয়াষী প্রশংসা করেন এবং আগামীতৈ এ ধারা অব্যহৃত রাখার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করেন।