যাঁদের রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেই সব শহীদের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ময়মনসিংহের ভালুকায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রসশানের উপজেলা সহকারী (ভূমি) সুমাইয়া আক্তার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একে একে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ,উপজেলা ও পৌর আ’লীগ, উপজেলা পরিষদ, ভালুকা পৌরসভা,ভালুকা মডেল থানা,উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,তাতীলীগ,ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ভালুকা উপজেলা জাতীয় পার্টি, ভালুকা উপজেলা ও পৌর বিএনপি,ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ভালুকা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন।